বাংলাদেশে ফুড ডেলিভারি মার্কেটপ্লেস ফুডপান্ডা রমজান মাস উপলক্ষ্যে ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ইফতার এবং সেহরী ডিল। এসব ডিলে রয়েছে আল ফ্রেসকো, কয়লা, সুইটড্রীমস, ডমিনোস, সবাররো এবং আরো অনেক ফুড ভেন্ডর। আপনি যদি সকল ডিল সম্পর্কে চান তাহলে http://www.foodpanda.com.bd তে ভিজিট করুন অথবা ফুডপান্ডার ফেসবুক টাইমলাইনে চোখ রাখুন।
'ফুডপান্ডা' একটি অনলাইন ফুড অর্ডারিং ওয়েবসাইট- রকেট ইন্টারনেট এর ব্যবসায়িক উদ্যোগ, যার হেড কোয়ার্টার বার্লিনে অবস্থিত। এর মাধ্যমে ঘরে বসেই রেস্টুরেন্টের খাবার অর্ডার করা যায়। বর্তমানে ফুডপান্ডা বিশ্বের ৫টি মহাদেশের ৩৬টি দেশে কাজ করছে। আর বাংলাদেশের ৩টি শহর ঢাকা, চট্রগ্রাম এবং সিলেটে সংগঠনটির কার্যক্রম ২০১৩ সালের ডিসেম্বর থেকে শুরু হয়।
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৫/মাহবুব