মাইক্রোসফটের উইন্ডোজ সিরিজের 'টেন' অপারেটিং সিস্টেম পাওয়া যাবে পেনড্রাইভে। পেনড্রাইভের গায়ে মুদ্রিত থাকবে উইন্ডোজ টেন -এর লোগো।
জার্মান নিউজ সাইট উইনফিউচার জানাচ্ছে, উইন্ডোজ টেন- এর কিছু খুচরা সংস্করণ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে লোডেড অবস্থায় বিক্রি করা হবে।
অনেক প্রত্যাশিত মাল্টি প্ল্যাটফর্ম সংস্করণের মাইক্রোসফট ফ্ল্যাগশিপ এই অপারেটিং সিস্টেম দিয়ে কেবল পিসি, ট্যাবলেট এবং অাল্ট্রাবুক ল্যাপটপ চালানো যাবে। উইন্ডোজ টেন এসবে ব্যবহারের জন্য প্রচলিত সিডি বা ডিভিডি কিনতে হবে না। পরবর্তী প্রজন্মের ছোট্ট এবং স্টাইলিশ এই পেনড্রাইভে উইন্ডোজ টেনের হোম বা প্রফেশনাল ভার্সন লোড করা থাকবে।
উইন্ডোজ টেন পেনড্রাইভে লোড করে বাজারে ছাড়া হবে ২৯ জুলাই। দাম শুরু হবে ১১৯ ডলার থেকে।
ইয়াহু নিউজ জানিয়েছে, একই সময় মাইক্রোসফট ঘোষণা দিতে পারে উইন্ডোজ টেনের বিনামূল্যের সংস্করণের বিষয়ে। ফলে এই ডাউনলোডযোগ্য আপডেট বর্তমান উইন্ডোজ সেভেন এবং উইন্ডোজ এইট গ্রাহকদের জন্য, তাদের উইন্ডোজ টেনের ফ্ল্যাশ ড্রাইভ কিনতে হবে না।
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/ এস আহমেদ