ইন্টারনেটে রিভেঞ্জ পর্নে ভুক্তভোগীদের রক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। সরাসরি ওয়েবসাইট থেকে কনটেন্ট মুছে দেওয়ার এক্তিয়ার না থাকায় সার্চ রেজাল্ট ‘রিভেঞ্জ পর্ন’ সাইটগুলির লিঙ্ক সরিয়ে ফেলবে গুগল।
এ কার্যক্রম আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে জানা গেছে। সার্চ রেজাল্ট থেকে বাদ দেওয়ায় ওই কনটেন্টগুলো তখন খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়াবে।
এই বিষয়ে গুগল সার্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত সিংহাল জানিয়েছেন, “সার্চ রেজাল্টে পুরো ওয়েবের প্রতিফলন হবে, এটাই ছিল আমাদের মূল ভাবনা। কিন্তু ‘রিভেঞ্জ পর্ন’ ছবিগুলি অনেক বেশি ব্যক্তিগত। ভুক্তভোগীদের মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং মানহানি ঘটায় যাদের সিংহভাগই নারী।”
ইন্টারনেট থেকে এধরনের কনটেন্ট মুছে ফেলতে বিভিন্ন দেশের সরকার আর প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর চাপ বাড়িয়েছে মানবাধিকার সংস্থাগুলি। এরই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিল গুগল।
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৫/মাহবুব