সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং ইন্সটাগ্রামের মাধ্যমে ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্র বিক্রির বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেসবুক। ফলে এখন থেকে কেউ আর ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিতে পারবেন না। ব্যক্তিগত পর্যায়ে অস্ত্র বিক্রি রোধেই ফেইসবুকের এই নতুন নিয়ম। খবর বিবিসির।
তবে ব্যক্তিগতভাবে বিজ্ঞাপন দিতে না পারলেও বাণিজ্যিকভাবে ফেইসবুক ও ইন্সটাগ্রামে আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন দিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
ইন্সটাগ্রাম একটি জনপ্রিয় ছবি বিনিময়ের মাধ্যম। এটির মালিকানাও ফেইসবুকের। ফেইসবুকে অবৈধ মাদক এবং ওষুধ বিক্রির কোনো বিজ্ঞাপন দেয়া যায় না। এখন অস্ত্র বিক্রিও একই কাতারে এসে দাঁড়াল।
প্রসঙ্গত, মাত্র তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অস্ত্র ক্রয়ে নতুন বিধি-নিষেধ আরোপের পর ফেইসবুকের তরফ থেকে এই ঘোষণা এল।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৬/মাহবুব