কারও ফেসবুকের বন্ধু-তালিকা দেখতে পারছেন না? সেটিংয়ে ঢুকে ফ্রেন্ড লিস্টের 'ভিজিবিলিটি'কে কেউ 'ওনলি মি' করে রাখলে, তাঁর বন্ধুদের দেখতে না পাওয়াটাই স্বাভাবিক।
কিন্তু, অসাধ্য এই কাজটা আপনি অনায়াসে করে ফেলতে পারেন। কী ভাবে গোপন বন্ধু দেখবেন, তারই কয়েকটা ধাপ। সর্ব প্রথম আপনাকে খুলতে হবে গুগল ক্রোম বাউজার। এর পর ক্রোম থেকে ডাউনলোড করে নিন ফেসবুক ফ্রেন্ড ম্যাপার। তার পর ঢুকুন যাঁর ফ্রেন্ড লিস্ট দেখতে চাইছেন, তাঁর প্রোফাইলে। ক্লিক করুন রিভিল ফ্রেন্ডস অপশনে। ব্যস কেল্লাফতে। তবে, দুটো বিষয় মাথায় রাখবেন।
প্রথমত, গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার না করলে, কাজ হবে না। দুই, যে ব্যক্তির লুকনো ফ্রেন্ডলিস্ট দেখতে চাইছেন, তিনি আপনার বন্ধু না হলেও চলবে। তবে, এক্ষেত্রে একজন মিউচুয়াল ফ্রেন্ড থাকতেই হবে।
বিডি-প্রতিদিন/ ০২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন