অ্যাপলের বহু প্রতীক্ষিত নতুন স্মার্টফোন 'আইফোন ৫এসই' আগামী ১৫ মার্চ বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। সেইসঙ্গে একই দিন 'আইপ্যাড এয়ার ৩'র অাপডেটেডে সংস্করণ এবং নতুন স্মার্টফোন ঘড়ি মডেল উন্মুক্ত করার কথা রয়েছে। অ্যাপল নিউজ সাইট '৯টু৫ম্যাক' তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। এর অাগে গুজব ছড়িয়েছিল যে, মার্চের শেষে বা এপ্রিলের শুরুর দিকে অ্যাপল তাদের নতুন নতুন ডিভাইস বাজারে আনতে পারে। খবর ইন্ডিয়া টুডে'র
তবে অ্যাপলের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, ১৫ মার্চ 'আইফোন ৫এসই' উন্মুক্ত করা হবে কিনা এ ব্যাপারে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এ তারিখ পরিবর্তন হতে পারে। তবে অতীতে '৯টু৫ম্যাক'র খবর সাধারণত সত্যি হিসেবেই প্রমাণিত হয়েছে। তাই অাগামী মাসেই অ্যাপলের নতুন অাইফোন ও আইপ্যাড পাওয়ার আশা করছেন আগ্রহীরা।
সস্তা স্মার্টফোন নিয়ে নতুন করে স্মার্টফোন বাজারে ঢোকার চেষ্টা করছে অ্যাপল। এরই অংশ হিসেবে 'অাইফোন ৫এসই' নিয়ে আসছে তারা। এটির দাম ৪৫০ ডলার পড়তে পারে। পর্দা হতে পারে ৪ ইঞ্চির ও আইফোন ৫এস'র মতো এটির বডি হবে এলুমিনিয়ামের। তবে অভ্যরন্তরীণ উপকরণ যেমন সফটওয়্যারসহ অন্যান্য প্রোগ্রামে বড় ধরনের পরিবর্তন থাকবে। এছাড়া এর পর্দা বক্রাকৃতির ও এতে 'এ৮ প্রসেসর' থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ