উত্তর কোরিয়ায় সামাজিক যোগোযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ও ইউটিউব ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। চলতি সপ্তাহে দেশটির টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর সংবাদ প্রতিদিনের।
অবশ্য উত্তর কোরিয়ার বাসিন্দারা যে এতদিন মুক্তমনে ইন্টারনেট ব্যবহার করতে পারতেন, তা কিন্তু নয়৷ কোন সাইট খোলা যাবে, কোনটা যাবে না-সেটাও এতদিন ঠিক করে দিত সরকার৷ কিন্তু বিদেশি নাগরিকদের জন্য এই বাধা-নিষেধ ছিল না৷ এখন সে দেশের নাগরিক বা বিদেশি- প্রত্যেকের জন্যই একই নিয়ম চালু হলো। সরকারি নির্দেশিকা জারি করে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, টুইটার ও ভয়েস অফ আমেরিকার মতো খবরের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হল৷
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৬/মাহবুব