মেসেঞ্জারে দুটি ফিচার যুক্ত করেছে ফেসবুক। এগুলো হলো: ভিডিও চ্যাট হেড এবং ড্রপবক্স সুবিধা।
চ্যাট হেডের আদলে তৈরিকৃত ভিডিও চ্যাট হেড ইউজারের ডিভাইসে বৃত্তাকার স্ক্রিন হিসেবে আসে। এটি ইউজারদের মাল্টি-টাস্ক এবং একইসঙ্গে ভিডিও চ্যাট করার সুযোগ দিবে। তবে আপডেটটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারীদের জন্য।
ড্রপবক্স ফিচারের মাধ্যমে ইউজাররা সরাসরি ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল শেয়ার করতে পারবেন। মেসেঞ্জার অ্যাপের মোর বাটনে ক্লিক করলে এখন ইউজাররা ড্রপবক্সের আইকন দেখতে পাবেন।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল, ২০১৬/ রশিদা