অন্য ভাষার অর্থ বাংলায় বুঝার জন্য আমরা গুগল ট্রান্সলেট অ্যাপের সহায়তা নিয়ে থাকি। সময়ের সঙ্গে সঙ্গে এর চাহিদা বাড়ছে। তবে ইন্টারনেট না থাকলে এটি অকার্যকর। এ সমস্যার সমাধানের লক্ষ্যে অ্যাপটি ব্যবহারকারীদের জন্য সুখবর দিচ্ছে গুগল। খবর এনডিটিভিন
সম্প্রতি গুগল ট্রান্সলেট অ্যাপে 'ট্যাপ টু ট্রান্সলেট' নামে একটি ফিচার যুক্ত হয়েছে। আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এটি অফলাইনেই ব্যবহার করতে পারবেন। অবশ্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আগ্ই এ সুবিধাটি ছিল। কোম্পানিটি জানায়, ইন্টারনেটের বিড়ম্বনা এড়াতে এবার আইওএস ব্যবহারকারীদের জন্য অফলাইনেও এবার অ্যাপটি ব্যবহার করা যাবে।
শুধু অফলাইনে অ্যাপটি ব্যবহারই নয়, পাশাপাশি আরও নতুন একটি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা বিভিন্ন ভাষায় লেখা বাক্য বা শব্দের ছবি তুলেও তার অনুবাদ করে নিতে পারবেন।
এদিকে, গুগল জানায় বর্তমানে ১০৩টি ভাষায় এ সুবিধাটি তারা যোগ করেছে। এছাড়া এটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন কিংবা তার পরবর্তী ভার্সনের অ্যান্ড্রয়েড ডিভাইসে।
তবে ১০৩টি ভাষার সবগুলো অফলাইনে কাজ করবে না। বর্তমানে ৫২টি ভাষা অফলাইনে কাজ করতে সক্ষম। এছাড়া চীনা ভাষার প্রতিও জোর দেওয়া হয়েছে এবার।
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৬/শরীফ