এবার থেকে ব্যাটারিটা চাইলেই আপনি বাঁকাতে পারবেন। মঙ্গলবার অনুষ্ঠিত জাপানের প্রযুক্তি মেলা 'সিয়াটেক'-এ দেশটির একটি প্রযুক্তি কোম্পানি তেমনই এক রিচার্জেবল ব্যাটারি প্রদর্শন করেছে। ওই ব্যাটারি লিথিয়ান আয়নের তৈরি।
ঘড়ি, ফিটনেস ব্র্যান্ড, স্মার্ট পোশাকে এ ব্যাটারির ব্যবহার করা যাবে। এটি আকারে ছোট। তাই এখনই স্মার্টফোনে এটি ব্যবহার করা যাবে না। কারণ স্মার্টফোনগুলোতে অনেক বেশি চার্জের প্রয়োজন হয়।
প্রযুক্তি বিশারদরা বলছেন, এটা অনেক ভালো উদ্যোগ। তবে এটাই প্রথম প্রচেষ্টা নয়। এর আগে অনেক কোম্পানিই ব্যাটারি, স্ক্রিনসহ প্রযুক্তি ক্ষেত্রের সংশ্লিষ্ট বিষয়গুলোর আরো উন্নতি ঘটাতে কাজ করেছে।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর, ২০১৬/ফারজানা