নিজস্ব ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন 'পিক্সেল' ও 'পিক্সেল এক্সেল' লঞ্চ করেছে গুগল। বুধবার আমেরিকার সানফ্রান্সিসকোতে 'ফোন বাই গুগল' অনুষ্ঠানে নিজেদের স্মার্টফোনকে পরিচয় করিয়ে দেয় গুগল। পিক্সেল ও পিক্সেল এক্সেল স্মার্টফোন এইচটিসি তৈরি করলেও, ব্র্যান্ডিং ও মার্কেটিং গুগল-এর আওতায় থাকছে। এর মাধ্যমে গুগল আইফোনকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
কালো, রুপালি ও নীল- এই তিন রঙে মিলবে ফোনটি। থাকছে অ্যান্ড্রয়েড ৭.১ Nougat অপারেটিং সিস্টেম। গুগল-এর নতুন মেসেজিং অ্যাপ Allo থাকছে। এছাড়াও মিলবে গুগল Duo ভিডিও মেসেজিং অ্যাপ। সবচেয়ে পাওয়ারফুল অবশ্যই গুগল পিক্সেল এক্সেল। ৫.৫ ইঞ্চির স্ক্রিন, থাকছে নেক্সাস ইমপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসরে মিলবে চার জিবি র্যাম। ৩২জিবি ও ১২৮ জিবি-র দুটি মডেল রয়েছে। এছাড়া আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১২.৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। সবচেয়ে অভিনব হল, পিক্সেল-এর লেন্স। এ স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৫৭ হাজার টাকা থেকে।
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৬/ফারজানা