টেকনোলজির খবর যারা রাখেন তাদের কাছে ড্রোন সম্পর্কিত তথ্য নতুন কিছু নয়। এখন গোটা বিশ্বে ড্রোনের চাহিদা বেশ তুঙ্গে। জাপানের ড্রোন সংস্থা এমনই এক ড্রোন তৈরি করেছে যা মানুষের হাতের মত কাজ করবে। এর নাম ‘প্রোড্রোন’।
‘PD6B-AW-ARM’ কোড নামের রোবটিক হ্যান্ড ইউজ করা এই ড্রোনকে বলা হচ্ছে বর্তমান বিশ্বের প্রথম রোবটিক হ্যান্ড ড্রোন। ২০ কেজি ওজনের ড্রোনটির কাজকর্মও বেশ চমকপ্রদ। সে তার রোবটিক হ্যান্ড দিয়ে উড়তে উড়তে ১০ কেজি পর্যন্ত ভারের জিনিস তুলতে পারবে।
শুধু এতেই শেষ নয়, এটি প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটার গতিতে একটানা ৩০ মিনিট পর্যন্ত চলতে পারবে। প্রয়োজনে পরলে মাটি থেকে প্রায় সাড়ে ১৬ হাজার ফুট পর্যন্ত উপরে উঠে যাবে। আর এটিকে কন্ট্রোল করতে হবে রিমোর্ট দিয়ে। ড্রোনটির কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।
সেখানে দেখা যাচ্ছে অনায়াসে ড্রোনটি একটি চেয়ার তুলে ফেলছে সঙ্গে আরও অনেক কাজ করে দিচ্ছে। তবে ড্রোনটির দাম এবং কবে নাগাদ এটি বাজারে আসবে তা এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। দেখুন সেই ড্রোনের ভিডিও-
বিডি প্রতিদিন/ ৫ অক্টোবর ২০১৬/হিমেল