এবার সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক আপনার কথোপকথনকে পুরোপুরি নিরাপদে রাখার দায়িত্বটুকু নিল। জানা যায়, হোয়াটসঅ্যাপের পর ফেসবুকেও আসছে এবার E2E এনক্রিপশন। এতে আপনার ও আপনার বন্ধুর আলোচনাগুলো থাকবে পুরোপুরিই ব্যক্তিগত।
এ বছরের প্রথম দিকেই হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন প্রক্রিয়া চালু করেছে মাদার সংস্থা ফেসবুক। এরপর নিজস্ব মেসেঞ্জার অ্যাপের জন্যও একই ব্যবস্থা আনতে যাচ্ছে সংস্থাটি। জানা যায়, এই মেসেঞ্জারে ‘সিক্রেট কনভারসেশন’ নামক একটি অপশন চালু করা হয়েছে। এই অপশন ব্যবহার করেই ফেসবুক ইউজাররা বিশেষ বার্তাকে পুরোপুরি নিরাপদ রাখতে সক্ষম হবেন।আর এই ‘সিক্রেট কনভারসেশন’-এ ‘মি’ অপশনটিতে ক্লিক করলেই নিরাপদ হয়ে যাবে গ্রাহকের পাঠানো মেসেজ। এতে করে যে বন্ধুকে আপনি মেসেজ সেন্ড করবেন শুধুমাত্র তার কাছেই পৌঁছবে বার্তা। যা অন্য কেউ জানতে পারবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার