ই-কমার্স জায়ান্ট অ্যামাজন থেকে ১ বিলিয়ন ডলার স্টক বিক্রির পরিকল্পনা করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেফ বেজোস। এই অর্থ তার স্পেস প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তহবিলে বিনিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
কলারডায় অনুষ্ঠিত ৩৩তম বার্ষিক স্পেস সিম্পোজিয়ামে বেজোস ব্লু অরিজিনের স্পেস পর্যটনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ব্লু অরিজিন ২০১৮ সালের মধ্যেই মহাকাশে পর্যটক পাঠানোর পরিকল্পনা করেছে। ব্লু অরিজিন এর নতুন রকেট নিউ গ্লেন-এ করে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে প্রতিষ্ঠানটি। ২০২০ সালে রকেটটি উৎক্ষেপণের পরিকল্পনা করছে ব্লু অরিজিন। আর এজন্য খরচ হচ্ছে ২.৫ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, মহাকাশ গবেষণায় ক্রমেই উন্নতি করছে ব্লু অরিজিন। মানব জাতিকে মঙ্গল গ্রহে ভ্রমণে নেওয়ার লক্ষ্যেও কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্পেসএক্স ইতোমধ্যেই ২০১৮ সালে দুই ব্যক্তিকে চাঁদের আশপাশে ভ্রমণে নেওয়ার ঘোষণা দিয়েছে।
সূত্র :দ্য ভার্জ, ব্লুমবার্গ