চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রেকর্ড মুনাফার পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরের প্রথম প্রান্তিকে ৮.৭ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা হতে পারে তাদের।
বাজার বিশ্লেষকরাও বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের রাজস্ব আয় সম্পর্কে প্রায় একই তথ্য দিয়েছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে স্যামসাংয়ের রাজস্ব আয় হতে পারে ৪৯.৭৮ ট্রিলিয়ন। এদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা সম্পর্কে প্রায় কাছাকাছি পূর্বাভাস দিয়েছেন টমসন রয়টার্সের ১৮ জন বিশ্লেষক। তবে মুনাফার বিস্তারিত তথ্য সম্পর্কে এখনও কিছু জানায়নি স্যামসাং। এপ্রিলের শেষ নাগাদ এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে স্যামসাং প্রধান জে ওয়াই লির গ্রেফতারের ঘটনা এবং প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ ফোন নোট ৭ এর বিস্ফোরণের ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল। বিশ্লেষকরা মনে করছেন নতুন গ্যালাক্সি এস৮ এবং চিপ ব্যবসায় লাভের মাধ্যমে প্রতিষ্ঠানটি এই ক্ষতি কাটিয়ে উঠবে।
সূত্র: দ্য ভার্জ