অনলাইনে কেনাকাটা আরও সহজতর করতে চালু হলো দেশের প্রথম স্যোসাল মার্কেটপ্লেস- 'আমিও ডট কম'। সম্প্রতি রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রূপের চেয়ারম্যান মো. সবুর খান, আমিও ডট কম-এর প্রতিষ্ঠাতা ও সিইও সোহেল তালুকদার, সিওও মো. আবুল এহসান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-এর সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ।
আমিও ডট কম বাংলাদেশের প্রথম সামাজিক বাজার ব্যবস্থা। এখানে ব্যবহারকারী তার প্রোফাইল লাইক, কমেন্ট ,শেয়ার, স্টেট্যাস আপডেট, লাইভ চ্যাটের মাধ্যমে সামাজিক যোগাযোগ রাখতে পারবে এবং আধিকাংশ কাজক্রমের জন্য পয়েন্টস পাবে। যা দিয়ে এখান থেকে কেনাকাটা করতে পারবে। এছাড়া কার্ড ও মোবাইল ব্যাংকিং দিয়েও কেনাকাটা করা যাবে। যে কোন কেনাকাটায় থাকছে শতভাগ গ্রাহক নিরাপাত্তার নিশ্চয়তা। ক্রেতা পণ্য হাতে পাবার পর বিক্রেতাকে টাকা পরিশোধ করা হয়। এটি পরিচালনা করছে বাংলাদেশি প্রতিষ্ঠান- প্রকৃতি ইনকরপোরেশন, এটি আমেরিকাতেও নিবন্ধিত।
এছাড়া উদ্যোক্তারা aaMio.com এ ব্যবসার 'ই-স্টোর' খুলতে পারেন একদম ফ্রী। কোনো কমিশন বা ফি নেই। এক জায়গায় অনলাইন ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান। ডিজাইন, হোস্টিং, পেমেন্ট মেথড, টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আর ঝামেলা নেই। ক্রেতাকে সম্পূর্ণ মূল্য অগ্রীম পরিশোধ করতে হয়।
আর সাথে আরও থাকছে স্যোসাল নেটওয়ার্কিং এর অনেক ফিচার। বিস্তারিত জানতে লগঅন কারুন- aaMio.com অথবা আমিও.com । ফোন করুন-০১৭৫৪৬৬৮৮৬৬
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম