সিম্ফনি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন “Symphony P7 Pro”। ডুয়াল ফ্ল্যাশ এর এই স্মার্টফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উভয়তেই এ্যাপারচার দেওয়া হয়েছে ২.০। ট্রাই টোন এলইডি ব্যাক ফ্ল্যাশ এবং ফ্রন্ট ফ্ল্যাশ রয়েছে হ্যান্ডসেটটিতে।
সিম্ফনির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাই টোন ফ্ল্যাশ থাকার কারণে ফোনটি দিয়ে স্বল্প আলোতেও ভালো ছবি উঠবে । ক্যামেরা ফিচার হিসেবে আছে ফেস বিউটি, প্যানারোমা মোড ও এইচডিআর মোড। ৫.৩ ইঞ্চি এইচ ডি আইপিএস ডিসপ্লের সাথে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর এবং ৩ জিবি ডিডিআর থ্রি র্যাম দেয়া হয়েছে। ডিডিআর থ্রি র্যাম থাকার কারণে গেমস এবং অ্যাপস এর পারফর্মেন্স হবে অনেক উন্নত। ডুয়াল সিমের স্মার্টফোনটিতে আছে ২৬০০ এম এ এইচ লিথিয়াম আয়ন ব্যাটারি।
থ্রি জি ও টু জি উভয় নেটওয়ার্কের সিম চলবে স্মার্টফোনটিতে। ওটিজি এবং ওটিএ সাপোর্টেড এই স্মার্টফোনটিতে আছে জি সেন্সর, এক্সিলারেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর। এই স্মার্টফোনটির আইডি ডিজাইনেও রয়েছে নতুনত্ব, ব্যবহার করা হয়েছে বিগ ক্যামেরা রিং, টেক্সচারড লেন্স, ট্রাই টোন ফ্ল্যাশ, এটরাকক্টিভ সাইড স্পীকার এবং ২.৫ ডি কার্ভ গ্লাস।
ফোনটির ইন্টারন্যাল মেমোরি ১৬ জিবি। মেমোরি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্ট ফোনটির দাম রাখা হচ্ছে ৯,৯৯০ টাকা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ