মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগলের প্রধান গেম ডিজাইনার নোয়াহ ফলস্টাইন পদত্যাগ করেছেন। দীর্ঘ সময়ে গেম তৈরি না করা এবং তার নিয়োগের বিষয় জনসমক্ষে ঘোষণা না দেয়ার কারণে তিনি পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে।
চার বছর আগে গুগলে যোগদান করেছিলেন ফলস্টাইন। কিন্তু এ পর্যন্ত তার নিয়োগের বিষয় জনসমক্ষে ঘোষণা দেয়নি নিয়োগদাতা প্রতিষ্ঠান। গুগল ছাড়ার কারণ হিসেবে এক ব্লগ পোস্টে এ বিষয়টিকে ইঙ্গিত করেছেন তিনি।
ব্লগ পোস্টে ফলস্টাইন লেখেন, চার বছর আগে এ মাসেই গুগলের প্রধান গেম ডিজাইনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এ দীর্ঘ সময়ে নিজস্ব গেম উন্নয়নের ব্যাপক সুযোগ ছিল গুগলের। কিন্তু তা সম্ভব হয়নি। গুগল অবশ্যই দারুণ একটি কোম্পানি। এখানকার সবকিছুই খুব মিস করব। বিশেষ করে সহকর্মীদের।
জানা যায়, গেম উন্নয়নের লক্ষ্যেই ফলস্টাইনকে নিয়োগ দিয়েছিল গুগল। কিন্তু বাস্তবে তা কখনই সম্ভব হয়নি। কিন্তু কেন? এর উত্তরও পাওয়া যায়নি।
সূত্র: ফরচুন