মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরে একসঙ্গে ১৫৬টি সাইরেন বাজিয়ে দিয়েছেন একজন হ্যাকার। প্রায় ৯০ মিনিট ধরে এই সাইরেন বাজতে থাকে। ১১ এপ্রিল মঙ্গলবার এমন তথ্যই জানিয়েছে বিবিসি বাংলা।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কিংবা এবং অন্যান্য জরুরি প্রয়োজনে বিপদ সংকেত দেওয়ার জন্য ব্যবহৃত শহরের ১৫৬টি সাইরেন শুক্রবার রাত পৌনে ১২টায় হঠাৎ করেই বেজে ওঠে। এতে মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়। ডালাসের বাসিন্দারা আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ শুরু করেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এরপর ডালাসের জরুরি বিভাগের কর্মীরা বহু প্রচেষ্টার পর সাইরেন থামাতে সমর্থ হন। পরে এক তদন্তে দেখা যায় কোনো একজন হ্যাকার এর জন্য দায়ী। তিনি ঐ শহরেরই বাসিন্দা বলে তদন্ত কর্মকর্তারা অনুমান করছেন।
উল্লেখ্য, এর আগেও ডালাসে এই ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। গত বছর কেউ একজন শহরের ট্রাফিক সিগন্যাল হ্যাক করে এবং ইলেকট্রনিক ট্রাফিক সাইনবোর্ডে জোকস প্রচার করে।
সূত্র: বিবিসি বাংলা