জার্মানভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বেভারিয়ান মোটর ওয়ার্কস (বিএমডব্লিউ) ভারতে বাইক তৈরির ঘোষণা দিয়েছে। যদিও এসব বাইক ভারতের রাস্তায় হামেশাই দেখা যায়। কিন্তু অন্যান্য দেশে তৈরি হওয়া এইসব গাড়ি দেশীয় বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিক্রি হত ভারতের বাজারে। এবার ভারতেই তৈরি হবে তাদের নতুন বাইক।
আর এ জন্য প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে চারটি শহরকে। সেগুলি হল আমেদাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই, পুনে। ঠিকমতো বাজার তৈরি হলে আগামী দিনে অন্যান্য শহরেও কারখানা তৈরি হতে পারে।
বিএমডব্লিউ মোটর র্যাডের নানা মডেলের বাইক আছে। স্পোর্টস, ট্যুর, রোডস্টার, হেরিটেজ এগুলি বেশ জনপ্রিয়। বিএমডব্লিউর পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতে গাড়ির বাজার বেশ ভাল। আমাদের বিক্রিও দিনদিন বাড়ছে। এতদিন অন্যান্য সহযোগী সংস্থার সাহায্যে ভারতে আমাদের গাড়ি পৌঁছে দিয়েছি। এবার নিজেরাই সেগুলি তৈরি ও বিপণনের দায়িত্ব নেব।’ এর ফলে দাম যেমন কিছুটা কমতে পারে, তেমনই কর্মসসংস্থানের সুযোগও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: লাইভ মিন্ট