২০১৬ সালে প্রায় ৬৫০ কোটি মার্কিন ডলার আয় করেছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার। সম্প্রতি উবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া উবারের সর্বমোট বুকিং মূল্য দ্বিগুণ হয়ে দুই হাজার কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেছে রয়টার্স।
অন্যদিকে আয় বৃদ্ধির হিসাব দিলেও এখনও ক্ষতির মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটি। তবে, এই আয়ের মাধ্যমে ২৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতি পুষিয়ে নিয়েছে উবার। কিন্তু আগের বছর চীনে তাদের যে ক্ষতি হয়েছে তা এর অন্তর্ভূক্ত নয় বলে জানানো হয়।
বর্তমানে উবারের বাজার মূল্য ৬ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। সাধারণত জনগণের কাছে আয় প্রকাশ করেনা প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গ-এর প্রতিবেদনে আয়ের হিসাব প্রকাশের পর ইমেইলে তা নিশ্চিত করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
বছরের প্রথম প্রান্তিকের হিসাবও প্রকাশ করেনি উবার। কিন্তু প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানান, “যেমনটা আশা করা হয়েছিল আয় তেমনই আছে।”
আগের বছর শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানের মোট বুকিং ২৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৯০০ কোটি মার্কিন ডলার। কিন্তু একই সময়ে প্রতিষ্ঠানের ক্ষতি বেড়ে হয় ৯৯ কোটি ১০ লাখ ডলার। আর তৃতীয় প্রান্তিক থেকে আয় ৭৪ শতাংশ বেড়ে ২৯০০ কোটি মার্কিন ডলারে পৌঁছে।
সূত্র: ব্লুমবার্গ ও রয়টার্স