রাষ্ট্রীয় সহযোগীতায় আউটসোর্সিংয়ের মাধ্যমে ভাগ্য বদলাচ্ছে দেশের তরুণ প্রজন্ম বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। এর ফলে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
শনিবার নাটোরের সিংড়া পৌরসভা কর্তৃক পরিচালিত শেখ রাসেল পৌর আউটসোর্সিং ট্রেনিং সেন্টার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ফেসবুক ব্যবহারের দিক দিয়ে বিশ্বে ঢাকার অবস্থান দ্বিতীয়।
এসময় সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, প্রতিমন্ত্রীর সহধর্মিনী আরিফা জেসমিন কনিকা, পৌরসভার সচিব আ: মতিন, আউটসোর্সিং এ সফল তরুণ এমিল হাসিবুল প্রমুখ উপস্থিত ছিলেন।