শীঘ্র টুইটারে নতুন ফিচার যোগ হচ্ছে। 'টুইটার স্ট্রম' নামের এ ফিচারটি চালু হওয়ার পর ব্যবহারকারীরা একই সময়ে একাধিক টুইট করতে পারবেন। বর্তমানে প্রতিটি টুইটই আলাদা করে করতে হয় এবং সেগুলোতে আলাদা আলাদা করে প্রতিক্রিয়া জানাতে হয়। টুইটার স্ট্রম চালু হলে এ অসুবিধাটি থাকবে না।
ফিচারটি চালু হলে টুইটার ব্যবহারের ধরনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। এতে ব্যবহারকারী একত্রে সবকিছু টাইপ করে একসঙ্গে সেগুলো টুইট আকারে ছাড়তে পারবেন।
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা