প্রথমবারের মতো ডুয়াল সিম সমর্থিত নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে আইফোন। ম্যাকরিউমার নামক একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সূত্রে জানা যায়, আইফোনের নতুন ফোনে ছয় দশমিক এক ইঞ্চি পর্দার ডিসপ্লে থাকছে। একই ডিসপ্লে সাইজের দুটি ফোন থাকবে। একটি হবে ডুয়াল সিম সাপোর্টেড, অন্যটিতে শুধু একটি সিম ব্যবহার করা যাবে।
ডুয়াল সিম সাপোর্টেড ফোনটির দাম হতে পারে ৬৫০ থেকে ৭৫০ ডলার। আর এক সিমের ফোনটির দাম হতে পারে ৫৫০ থেকে ৬৫০ ডলার।
নতুন আইফোন এক্সে যেখানে ওএলইডি স্ক্রিন ব্যবহার করা হয়েছে, খরচ কমানোর জন্য নতুন আইফোনটিতে ব্যবহার করা হবে দামে তুলনামূলকভাবে সস্তা এলসিডি স্ক্রিন।
চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ফোনগুলোর উৎপাদন শুরু হতে বলে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা। তবে নতুন আইফোনগুলো বাজারে কবে আসতে সে সম্পর্কে কিছু জানা যায়নি। ডুয়াল সিম সাপোর্টেড ফোন নিয়ে যদিও অ্যাপলের কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন