হোয়াটসঅ্যাপ ছাড়া দিন চলে না এখন আর। সকাল বেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হোয়াটসঅ্যাপ সফর। রাতে ঘুমোতে যাওয়ার আগেও হোয়াটসঅ্যাপে বন্ধুদের শুভরাত্রি জানানো যেন প্রতিদিনকার কাজের মধ্যে যুক্ত হয়ে গিয়েছে।
কখনও ব্যক্তিগত মেসেজে, কখনও প্রোফাইল পিকচার বদলে, কখনও কখনও আবার স্টেটাস দিয়ে মনের ভাব প্রকাশ করা যায় এই মেসেঞ্জারে। এবারে আরও এক নতুন সুবিধা যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে।
ফেসবুক মেসেঞ্জারে স্টিকার ও জিফ পাঠানোরও ব্যবস্থা রয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপে এখনও স্টিকার বা জিফ পাঠানোর অপশন নেই। এবার হোয়াটসঅ্যাপ তার ১.৫ বিলিয়ন ব্যবহারকারীর জন্য সেই সুবিধাও আনছে।
হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচার গুগল প্লের মাধ্যমে আপডেট করেছে। তবে এখনই এই স্টিকার অ্যালবাম পাওয়া যাবে না। এই স্টিকার অ্যালবামকে উন্নত মানের করার জন্য কাজ চলছে। এছাড়াও লোকেশন স্টিকারও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।
ব্যবহারকারীরা যাতে নিজের মতো করে মনের ভাব প্রকাশ করতে পারেন, সেই জন্যই এই নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। আপাতত অপেক্ষা, কবে এই স্টিকার প্যাক এসে পড়ে ব্যবহারকারীদের হাতে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর