প্রযুক্তির উৎকর্ষতায় প্রতিদিনই নতুন নতুন উদ্ভাবন যুক্ত হচ্ছে বিশ্বজুড়ে। এর কোনওটা মানুষের চোখে বিস্ময়কর। আবার কোনওটা মানুষের কাজে আনে গতি। এমনই এক আবিষ্কার রোবট। রোবট প্রযুক্তি দিনে দিনে আরও উন্নত হচ্ছে। এখন রোবটগুলো মানুষের মতো চলাফেরা করতে শুরু করেছে।
এমনকি সম্প্রতি আবিষ্কৃত রোবটগুলো মানুষের মতোই নিপুণভাবে দুই পায়ে দৌড়াতে ও লাফাতে পারছে।
মার্কিন প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্স সম্প্রতি মানুষের মতো দু পেয়ে রোবট তৈরি করেছে। আর সবাইকে অবাক করে দিয়ে রোবটটি দিব্যি দৌড়ে বেড়াচ্ছে। এমনকি কোনো প্রতিবন্ধকতা এলে তা লাফ দিয়ে পারও হয়ে যাচ্ছে।
অ্যাটলাস নামে রোবটটির একটি ভিডিও প্রকাশ করেছে নির্মাতা বোস্টন ডায়নামিক্স। ভিডিও দেখেই অনেকে রোবটের ভবিষ্যৎ উন্নতি কল্পনা করতে পারছেন। ভবিষ্যতে হয়ত এমন রোবট বের হবে যা মানুষকে সবক্ষেত্রেই টেক্কা দেবে!
বোস্টন ডায়নামিক্স জানিয়েছে তারা এ ধরনের আরো কিছু রোবট নিয়ে কাজ করছে। রোবটগুলো এমনকি দরজা খুলতে ও সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে।
ভিডিওতে দেখুন সেই রোবটের কিছু সময়ের দৌড়ঝাপ-
বিডি-প্রতিদিন/ই-জাহান