জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশে ই-কমার্স এক নবদিগন্ত উন্মোচন করেছে। ইন্টারনেট সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অনলাইন ব্যবসা প্রসারিত হচ্ছে।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে গুজ লিমিটেড আয়োজিত গুজ ইয়োরর্স ডট কম-এর ই-কমার্স পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিতা বোস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ, এম শামীম।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৮/এনায়েত করিম