৬ আগস্ট, ২০১৯ ১৪:৩৮

২৪ ঘণ্টায় জাকারবার্গের লোকসান ২২ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় জাকারবার্গের লোকসান ২২ হাজার কোটি টাকা

ফাইল ছবি

একদিনে ২.৭ বিলিয়ন ডলার লোকসান গুণতে হলো ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে। বাংলাদেশি টাকায় এর অর্থমূল্য ২২ হাজার কোটি টাকারও বেশি। পৃথিবীর অনেক দেশের বার্ষিক বাজেটের চেয়েও এর পরিমাণ বড়। প্রশ্ন জাগে, এতো টাকা কীভাবে খোয়ালেন জাকারবার্গ? 

সোমবার স্টক এক্সচেঞ্জে বিশাল দরপতন ঘটেছে। ১ বিলিয়ন বা তার বেশি পরিমাণ ক্ষতির শিকার হয়েছেন অন্তত ১৮ বিলিয়নিয়ার। তাদের মধ্যে আছেন ওরাকল কর্পোরেশনের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ল্যারি এলিসনও। যিনি খুইয়েছেন অন্তত ২.৫ বিলিয়ন ডলার। তবে, সবচেয়ে বড় ক্ষতির শিকার হয়েছেন বিলাসবহুল পণ্য প্রস্তুতকারক এলভিএমএইচ এর বার্নার্ড আরনল্ট। একদিনেই ৪ বিলিয়ন ডলার নেই হয়ে গেছে তার!

এবার এটিই স্টক মার্কেটে সবচেয়ে বড় দরপতনের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর অব্যাহতভাবে শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পরই এমন ঘটনা ঘটলো। কারণ ট্রাম্পের ঘোষণার প্রেক্ষিতে চীন ডলারের বিপরীতে তার মুদ্রার মান কমিয়ে দিয়েছে। ২০০৮ সালের পর এটিই চীনের সবচেয়ে বড় মুদ্রা অবমূল্যায়নের ঘটনা। এতে, অবশ্য জ্যাক মা’র মতো বড় বড় চীনা বিনিয়োগকারীরাও ক্ষতির শিকার হয়েছেন।

শুরু করেছিলাম, জাকারবার্গকে দিয়ে। পাঠক পাল্টা প্রশ্ন করতেই পারেন, একদিনে যিনি ২২ হাজার কোটিরও বেশি টাকা খুইয়ে স্বাভাবিক থাকতে পারেন তার মোট সম্পত্তির পরিমাণ কত?

বিডি প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর