২৮ জানুয়ারি, ২০২১ ১৪:০১

করোনার মধ্যেও আইফোন বিক্রির রেকর্ড অ্যাপলের

অনলাইন ডেস্ক


করোনার মধ্যেও আইফোন বিক্রির রেকর্ড অ্যাপলের

করোনা মহামারীর মধ্যেও বিক্রিতে রেকর্ড করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ২০২০ সালের শেষ তিন মাসে অ্যাপলের বিক্রি হয়েছে ১১ হাজার ১০০ কোটি ডলারের, যা তার আগের বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ বেশি। মূলত বড়দিন উপলক্ষে ব্যাপক বিক্রি হয় অ্যাপলের নতুন ফোন, ল্যাপটপ। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন।

করোনায় অনলাইন কার্যক্রম বেড়ে যাওয়ায় প্রযুক্তি পণ্যের চাহিদা বেড়েছে ব্যাপক। বর্তমানে বিশ্বব্যাপী অ্যাপলের প্রায় ১৬৫ কোটি ডিভাইস সক্রিয় রয়েছে। এর মধ্যে ১০০ কোটিই হচ্ছে আইফোন। গত বছরের অক্টোবরে নতুন আইফোন-১২ আনে অ্যাপল। কোম্পানির তথ্য অনুযায়ী, রেকর্ডসংখ্যক মানুষ পুরোনো আইফোন পাল্টে নতুন এই মডেল নিয়েছে। নতুন ৫জি নেটওয়ার্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই চাহিদা ব্যাপক এই মডেলের।

সংস্থাটি বলেছে, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে চীনে। হংকং, তাইওয়ান ও চীনে বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ। ইউরোপে ১৭ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১১ শতাংশ।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর