শিরোনাম
১৯ জুন, ২০২২ ১৪:৫১

ঐক্যবদ্ধ হচ্ছেন অ্যাপলের বিক্রয়কেন্দ্রের কর্মীরা

অনলাইন ডেস্ক

ঐক্যবদ্ধ হচ্ছেন অ্যাপলের বিক্রয়কেন্দ্রের কর্মীরা

ঐক্যবদ্ধ হচ্ছেন মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের বিক্রয়কেন্দ্রের কর্মীরা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত অ্যাপল স্টোরের কর্মীরা ঐক্যবদ্ধ হতে ভোটাভুটিও করেছেন।

৬৫-৩৩ ভোটে প্রস্তাব পাশ হওয়ায় মেরিল্যান্ডের টাউসনে অবস্থিত অ্যাপলের সেই বিক্রয়কেন্দ্রের কর্মীরা সংঘবদ্ধ হতে পারবেন। এ বিষয়ে টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। টুইটে লেখা হয়েছে, ‌‘আমরা এখন জয় উদযাপন করছি... কাল থেকে আমরা সংঘবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু করবো।’

এর আগে আটলান্টা ও নিউ ইয়র্কের অ্যাপল স্টোরের কর্মীরা ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছিল। তবে প্রথমবারের মতো সফলভাবে ভোট আয়োজন করতে পেরেছে টাউসনের সেই স্টোরের কর্মীরা।

কোয়ালিশন অব অরগানাইজড রিটেইল এমপ্লয়িজ সংক্ষেপে অ্যাপল কোর ইউনিয়ন সংঘবদ্ধ হওয়ার ইচ্ছার বিষয়টি গত মে মাসে খোলা চিঠিতে অ্যাপল কর্তৃপক্ষকেও জানিয়েছে। তবে বিক্রয়কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, তারা কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম দ্বন্দ্বে জড়াতে চান না।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর