২৬ জুন, ২০২২ ১৭:৫৬

রেলের টিকিট কাটার নতুন অ্যাপ রেল সেবা

নিজস্ব প্রতিবেদক

রেলের টিকিট কাটার নতুন অ্যাপ রেল সেবা

বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার জন্য নতুন অ্যাপ 'রেল সেবা' চালু করেছে রেলপথ মন্ত্রণালয়। গত ২২ জুন রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অ্যাপের উদ্বোধন করা হলেও এখন থেকে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এই অ্যাপ।

অ্যাপের ঠিকানা https://play.google.com/store/apps/details?id=com.shohoz.dtrainpwa রেলের টিকিটিং সিস্টেম পরিচালনার দায়িত্ব পাওয়া সহজের পিআর ম্যানেজার ফারহাত আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশ রেলওয়ের সার্ভারকে লিংক করে অনেক থার্ড পার্টি অ্যাপ তৈরি করেছে। সেগুলো থেকেও হয়তো টিকিট পাওয়া যাচ্ছে। কিন্তু এগুলোর কোনোটিই বৈধ বা অনুমোদিত অ্যাপ নয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর