বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

আবহাওয়ার ‘জরুরি বার্তা’ সবাইকে পাঠাবে জাতিসংঘ

রকমারি ডেস্ক

আবহাওয়ার ‘জরুরি বার্তা’ সবাইকে পাঠাবে জাতিসংঘ

পৃথিবীতে প্রতি তিনজনের মধ্যে একজন এখনো দুর্যোগের আগে সতর্ক বার্তা না পাওয়ায় প্রয়োজনীয় সুরক্ষা গ্রহণ করতে পারছে না। এবার আবহাওয়া বিষয়ে ‘জরুরি সতর্ক বার্তা’ পাঠাবে জাতিসংঘ। ফলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে সবাই। চলতি সপ্তাহে জাতিসংঘ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগামী পাঁচ বছরের মধ্যে পৃথিবীর প্রত্যেক ব্যক্তির কাছে সতর্ক বার্তা পাঠানোর ঘোষণা দিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে পরিস্থিতির আরও অবনতি হয়। ফলে জীবন বাঁচাতে জরুরি সতর্ক বার্তা প্রয়োজন। প্রযুক্তির সাহায্যে জনগণের কাছে বিপজ্জনক আবহাওয়ার পূর্বাভাস আগেই পৌঁছালে ঝড়, বন্যা, দাবদাহ এবং খরার মতো দুর্যোগ মোকাবিলায় তারা সতর্ক হবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। ফলে দুর্যোগের সময় ঝড়ের গতিপথ এবং কোন গোষ্ঠীগুলোর সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন, পূর্বাভাসকারীরা সেটিরও গণনা করতে পারবেন।

সর্বশেষ খবর