শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

ফেসবুকের মেইন ফিডে নতুন রূপ

টেক ডেস্ক

ফেসবুকের মেইন ফিডে নতুন রূপ

ফেসবুকের মেইন ফিডকে নতুন করে সাজানো হচ্ছে। নতুন এই ফিডে ফলো করা অ্যাকাউন্টের পরিবর্তে নতুন কনটেন্ট ধারাবাহিকভাবে ডিসকভারিতে আসতে থাকবে। স্টাইলটি অনেকটা ফেসবুকের প্রতিদ্বন্দ্বী টিকটকের মতো করে করা হচ্ছে। মেটা জানায়, ফেসবুক চালু করলেই প্রথমে হোম নামে যে মেইন নিউজ ফিড আসে সেখানে ফলো করা হয় না। কিন্তু জনপ্রিয় পোস্টগুলোও আসবে। তার মধ্যে রিল, স্টোরি এগুলোও থাকবে। সেখানে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মেশিন লার্নিং র‌্যাংকিং সিস্টেম থাকবে যেখানে ব্যবহারকারীদের পোস্ট সাজেস্ট করা হবে। আবার আবার পুরোনো স্টাইলে ফিড দেখার জন্যও আলাদা একটা ট্যাব থাকবে ‘ফিড’ নামে। সেখানে ব্যক্তিগত র‌্যাংকিং ছাড়া সব পোস্ট ধারাবাহিকভাবে থাকবে। ফিডে বন্ধুদের পোস্ট, ফলো করা পেজ এবং গ্রুপের পোস্টগুলো দেখা যাবে। ফিডে বিজ্ঞাপন ছাড়া কোনো সাজেস্ট পোস্ট থাকবে না।    

সর্বশেষ খবর