আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে টুইটের ‘ভিউ সংখ্যা’ দেখানোর পাশাপাশি ওয়েব সংস্করণেও এই সুবিধা আনার ঘোষণা দিয়েছে টুইটার। ব্যবহারকারীর টুইট অন্যরা কতবার দেখেছেন, সেটি দেখা যাবে নতুন এই ফিচারের মাধ্যমে। প্রতিবেদন অনুযায়ী, টুইটার অ্যাপের ‘কমেন্ট’, ‘রিটুইট’ ও ‘লাইক’ অপশনের পাশে ব্যবহারকারী এখন থেকে ‘ভিউ কাউন্টার’ দেখতে পারবেন। টুইটারের ‘এফএকিউ’ বলছে, সব টুইটে ভিউ সংখ্যা দেখা যাবে, বিষয়টি এমন নয়। ‘কমিউনিটি টুইট’, ‘টুইটার সার্কেল’ টুইট ও ‘অপেক্ষাকৃত পুরনো’ টুইটে এই সুবিধা মিলবে না। মূলত, ব্যবহারকারীর টুইট যে কোনো সময় প্ল্যাটফরমটির কারও স্ক্রিনে (এমনকি নিজের হলেও) দেখা গেলে, তা একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে। সম্প্রতি সীমিত পরিসরে ফিচারটি চালু হয়েছে। ভার্জ জানিয়েছে, নিজস্ব অ্যাকাউন্ট বিশ্লেষণ ও টুইটে বিভিন্ন ‘ইম্প্রেশন’ সংখ্যা দেখার সুবিধা অনেক আগে থেকেই পেয়ে আসছিলেন প্ল্যাটফরমের ব্যবহারকারীরা।