হিউম্যানয়েড রোবটের জন্য ২০২৫ সালকে বলা হচ্ছে সম্ভাব্য ‘চ্যাটজিপিটি মোমেন্ট’, যে সময়ে প্রযুক্তিটি হঠাৎ করেই ব্যাপক উত্থান ঘটাতে পারে। বিশ্লেষকদের মতে, এআইচালিত রোবট এখন আর কেবল প্রটোটাইপ নয়; এগুলো বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত। চীনের ইউনিট্রি, গ্যালবট, অ্যাজিবট ও ইউবি টেকের পাশাপাশি টেসলা তাদের অপ্টিমাস রোবটে বড় বিনিয়োগ করছে। টেসলার প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, চলতি বছর প্রায় পাঁচ হাজার অপ্টিমাস রোবট উৎপাদনের পরিকল্পনা রয়েছে। চীনের বিভিন্ন প্রদর্শনীতে ইতোমধ্যে এসব রোবটকে ফার্মাসিউটিক্যাল সামগ্রী বাছাই, এমনকি ম্যারাথন ও বক্সিংয়ে অংশ নিতে দেখা গেছে। তবে সবার মতো এক নয়। গবেষণা প্রতিষ্ঠান সেমি অ্যানালাইসিসের মতে, হিউম্যানয়েড রোবট ধাপে ধাপে মূলধারায় প্রবেশ করবে। নৈতিকতা, আইন ও নীতিমালা এখনো বড় চ্যালেঞ্জ। তবু বিনিয়োগকারীদের আশা, জেনারেটিভ এআই রোবটকে কমান্ড ছাড়াই শেখার ক্ষমতা দেবে। ব্যাংক অব আমেরিকার তথ্য বলছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী হিউম্যানয়েড রোবটের সরবরাহ ১৮ হাজারে পৌঁছাতে পারে।