ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের পাশাপাশি গণসংযোগে ঘাম ঝরাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। গতকাল দিনভর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন। ডিএসসিসির ৪৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কালাম অনু গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবুজ বিদ্যাপীঠ, বিবিরবাগিচা গ্রেট-১, গ্রেট-২, গ্রেট-৪, চট্টগ্রাম বিল্ডিং হাউস এলাকা, বাগিচা এলাকায় ঝুড়ি মার্কায় ভোট চান। ব্যাডমিন্টন প্রতীক নিয়ে ডিএসসিসির ৫০নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন তিনি। দক্ষিণের ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করছেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী গোলাম আশরাফ তালুকদার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গুলবাগ, শান্তিবাগ, মালিবাগ ও বকসিবাগ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আফসার উদ্দিন খান ঝুড়ি প্রতীক নিয়ে উত্তরা-৩ ও ৮ নম্বর সেক্টরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ডিএনসিসির ৩৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রকৌশলী তৈমুর রেজা খোকন নির্বাচনী এলাকার মিরবাগ, মধুবাগ, মালিবাগের আংশিক এলাকায় গণসংযোগ করেন। তিনি নিজের প্রতীক ঘুড়ি ও মেয়র প্রার্থী আতিকের নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। বলেন, আমি নির্বাচিত হলে ৩৬ নম্বর ওয়ার্ডকে সবার সহযোগিতা নিয়ে মাদকমুক্ত করব ইনশাআল্লাহ। ব্যাডমিন্টন মার্কা নিয়ে গতকাল শাহজাদপুর এলাকায় গণসংযোগ করেছেন ডিএনসিসির ১৮ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শরিফউদ্দিন জুয়েল। তিনি জানান, তার প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী তার প্রচার নানাভাবে বাধাগ্রস্ত করছেন। ডিএনসিসির ৩১ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাজেদুল হক খান রনি এয়ারকন্ডিশন মার্কা নিয়ে জাকির হোসেন রোডে গণসংযোগ চালিয়েছেন। তিনি জানান, জনগণের ভালোই সাড়া পাচ্ছি। ভোট ভালোভাবে হলে জয়লাভ করব ইনশাআল্লাহ। ডিএনসিসির ১৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বী ঘুড়ি প্রতীক নিয়ে গতকাল দিনভর প্রচার চালিয়েছেন। তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের পেছনের এলাকা, এডিসি ক্যাম্প ও ১১ নং সেকশনের এ ব্লকে গণসংযোগ চালিয়েছেন ডিএনসিসির ৫নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন। ডিএনসিসির ৬ নং ওয়ার্ডের বিভিন্ন সেকশনে, পল্লবীতে গণসংযোগ চালিয়েছেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহফুজ হোসাইন খান সুমন। লাটিম প্রতীকে গণসংযোগ চালিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম কাজল। ডিএনসিসির ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মাসুম খান রাজেশ সাদেক খান তার নিজ এলাকায় ঠেলাগাড়ি প্রতীকে গণসংযোগ চালান। ডিএনসিসির ৪০ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আতাউর রহমান সাঈদনগরে টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে গতকাল গণসংযোগ করেছেন। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থীর লোকজন তার পোস্টার লাগাতে দিচ্ছে না।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
ঘাম ঝরাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর