অনেক শখ করে জমানো টাকা আর আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ করে মৎস্য খামার করেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নের খামার চাপা পড়েছে সিটি করপোরেশনের বর্জ্য। ক্ষতিপূরণের আশায় স্বপ্নহারা খামার মালিক সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব এখন ঘুরছেন সিটি করপোরেশনের দ্বারে দ্বারে। জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ সুরমার পারাইরচকে জনৈক হেলাল বক্সের কাছ থেকে ১০ বছরের জন্য জমি ভাড়া নিয়ে খামারের জন্য পুকুর খনন করান মাওলানা শিহাব। এরপর পুকুরগুলোতে মাছের পোনা ছাড়েন। গত জুন মাস থেকে সিটি করপোরেশন মৎস্য খামারের পুকুরে বর্জ্য ফেলা শুরু করে। ফলে হুমকির মুখে পড়ে মৎস্য খামারটি। এ নিয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে কয়েকবার মৌখিক অভিযোগ করেন মৎস্য খামারের মালিক মাওলানা শিহাব। একপর্যায়ে তিনি তার খামারের ভিতর দিয়ে সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেন। এরপর খামারের পুকুরে বর্জ্য না ফেলার প্রতিশ্রুতি দিয়ে খামারের ভিতর দিয়ে ট্রাক চলাচলের অনুমতি নেয় সিটি করপোরেশন। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। সিটি করপোরেশনের
ডাম্পিং স্টেশন থেকে ময়লা এসে খামারে পড়া অব্যাহত থাকে। একপর্যায়ে গত ২০ জুলাই মেয়র বরাবর লিখিত আবেদন করেন মৎস্য খামারের মালিক। আবেদনে তিনি ৬ মাস সময় প্রার্থনা করে বলেন, এই সময়ের মধ্যে মাছ বড় হয়ে গেছে। তিনি ওই স্থানে আর খামারই করবেন না। কিন্তু সিটি করপোরেশন এই আবেদনেও কর্ণপাত করেনি। অব্যাহত থাকে ময়লা ফেলা। গত প্রায় ৮-৯ মাস ধরে ময়লা ফেলে মৎস্য খামারের তিনটি পুকুর ভরাট করে ফেলা হয়েছে। এছাড়া নির্দিষ্ট স্থানের বাইরে ময়লা ফেলায় দুর্গন্ধে মাওলানা হাবিব আহমদ শিহাবের খামারের বেশ কয়েকটি গরু ও ছাগল মারা গেছে বলে অভিযোগ করেছেন। সবমিলিয়ে প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন মাওলানা শিহাব। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের কাছে অনেক আবেদন-নিবেদন করেছি। কিন্তু সিটি করপোরেশন তাতে কর্ণপাত না করে আমার পুরো খামার ধ্বংস করে দিয়েছে। এখন ক্ষতিপূরণের আশায় সিটি করপোরেশনে ধরনা দিচ্ছি। তাতেও কোনো সুফল পাচ্ছি না।’ এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ডাম্পিং স্টেশনের চারদিকে সীমানা প্রাচীরের কাজ চলছে। কাজ শেষ হয়ে গেলে ময়লা-আবর্জনা আর নির্দিষ্ট স্থানের বাইরে যাবে না। মাওলানা শিহাবের মৎস্য খামারের কতটুকু ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হবে। সিটি করপোরেশন তাকে কিছু ক্ষতিপূরণ দেওয়ারও চিন্তাভাবনা করছে।’
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
ময়লায় ধ্বংস মৎস্য খামার
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর