মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মধ্যরাতের যানজটে ভোগান্তি

জয়শ্রী ভাদুড়ী

মধ্যরাতের যানজটে ভোগান্তি

মধ্যরাতের যানজটে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। বনানী থেকে তোলা ছবি : রোহেত রাজীব

রাজধানীর প্রধান সড়কগুলোতে মাঝরাতে যানজটে বিড়ম্বনায় পড়ছেন মানুষ। কারওয়ান বাজার আড়তে রাস্তায় ট্রাক থামিয়ে সবজি নামানোয় তৈরি হয় তীব্র যানজট। মহাখালী বাস টার্মিনালের বাইরের রাস্তায় রাত হলেই এলোমেলোভাবে রাখা হয় বাস আর সাতরাস্তায় মূল সড়ক থেকে অলিগলি চলে যায় ট্রাকের দখলে।

এগুলোর বাইরে বিমানবন্দর সড়কে যানজটে প্রায়ই ফ্লাইট কিংবা ট্রেন চলে যাওয়ার দুশ্চিন্তা নিয়ে রওনা হতে হয় যাত্রীদের। ১১টার পরে প্রায়ই এ সড়কে দীর্ঘ যানজট পোহাতে হয় মানুষকে। রাতে ট্রাফিক পুলিশের আনাগোনা কম থাকায় রাস্তাজুড়ে দেখা দেয় বিশৃঙ্খলা। এতে করে নাইট শিফটে কাজ শেষে ঘরে ফেরা মানুষকে পোহাতে হয় ভোগান্তি। রাজধানীজুড়ে মধ্যরাতের এই যানজট এখন নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রাজধানীর কারওয়ান বাজারের সবজির আড়তে রাতে সারা দেশ থেকে পণ্য আসে। রাত ১০টার পরে ভারী ট্রাকগুলো কারওয়ান বাজারে আসে। জায়গা খুব বেশি সম্প্রসারিত না হওয়ায় অনেক সময় রাস্তায় যানজট তৈরি হয়। মেট্রোরেলের কাজ চলায় রাস্তা কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। এতেও কিছুটা সমস্যা হয়। দিনের বেলায় কিন্তু সমস্যা থাকে না।’

অনেকেই ফ্লাইট ধরার জন্য গাড়ি থেকে নেমে বিমানবন্দরের উদ্দেশে দৌড়াচ্ছিলেন। মাঝরাতে এ রকম যানজট যাত্রীদের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে

তিনি আরও বলেন, ‘বিমানবন্দর সড়কে বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ চলছে। এ জন্য বেশ খানিক রাস্তা ঘিরে রাখায় গাড়ি চলাচলের জায়গা কমে গেছে। এই রাস্তায় হঠাৎ করে কোনো যানবাহন বিকল হয়ে পড়লে দীর্ঘ যানজট তৈরি হয়। উত্তরা, আজমপুর থেকে বিমানবন্দর সড়ক হয়ে বনানী পর্যন্ত যানজট চলে আসে।’

গত রবিবার রাত দেড়টায় অফিসে নাইট শিফটের কাজ শেষে বনানী থেকে শাহবাগে ফিরছিলেন শরিফুল ইসলাম। তিনি বলেন, মহাখালী ফ্লাইওভার থেকে নামার পরে গাড়ির চাকার গতি ধীর হতে শুরু করে। বিজয় সরণি থেকে ফার্মগেট আসতে ৩৫ মিনিট চলে যায়। কারওয়ান থেকে বাংলামোটর আসতে দেড় ঘণ্টা পার। রাস্তায় ট্রাক থামিয়ে সবজি নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারওয়ান বাজার আড়তে। একের পর এক ট্রাক আসছে আর সবজি নামাচ্ছে। এতে করে তৈরি হচ্ছে তীব্র যানজট।’

রাজধানীর প্রধান সড়কগুলোতে সকাল আটটা থেকে ১০টা এবং বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত যানজট নিয়মিত চিত্র। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া এসব সড়ক ফাঁকা পাওয়ার সুযোগ খুব কম। কিন্তু দিনের মতো এখন রাতেও যানজট দেখা যাচ্ছে মহাখালী বাস টার্মিনালের পাশের সড়কে। মহাখালী বাস টার্মিনালের বাইরে বিশৃঙ্খলভাবে রাখা বাসের কারণে মাঝরাতে যানজট তৈরি হচ্ছে।

তেজগাঁও এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন উত্তরার একটি গার্মেন্টে সুপারভাইজার হিসেবে কাজ করেন। তিনি বলেন, যানজটের কারণে নাইট শিফট শেষে বাসায় ফেরা এখন বিভীষিকায় পরিণত হয়েছে। বিমানবন্দর সড়ক থেকে যানজট শুরু হয়ে বনানী পর্যন্ত চলে যায়। মহাখালী টার্মিনালের পাশের রাস্তায় এক দফা যানজট পাড়ি দিতে হয়। গত রবিবার রাতে সাতরাস্তায় দীর্ঘ দেড় ঘণ্টা যানজটে বসে ছিলাম। এর মধ্যে বৃষ্টি। এই রাস্তায় রাত ১০টার পর থেকেই ট্রাক রাখা শুরু হয়। রাত বাড়লে রাস্তার মাঝে বিশৃঙ্খলভাবে রাখা হয় ট্রাক। এতে এই রুটের যাত্রীদের প্রতিদিন রাতেই তীব্র যানজটে ভুগতে হয়। এই রাস্তায় এটা নিয়মিত ঘটনা হলেও দেখার কেউ নেই।

একই অবস্থা বিমানবন্দর সড়ক থেকে কুড়িল বিশ্বরোড হয়ে রামপুরা ব্রিজ পর্যন্ত। ট্রাক এবং দূরপাল্লার বাসের জন্য রাত ১০টা বাজলেই শুরু হয় যানজট। মাঝে মাঝে তীব্র যানজটে ঘণ্টা পার হলেও নড়ে না গাড়ির চাকা। কলাবাগান এলাকাতেও রাতে দূরপাল্লার বাসের কারণে দেখা দেয় যানজট। রাতে রাজধানীর সড়কগুলোতে যানজট হয়ে উঠছে নিত্যদিনের ঘটনা। পুলিশি টহল না থাকায় বিশৃঙ্খলভাবে চলাচল করে ট্রাক। মাঝরাতে রাস্তাকে বাস টার্মিনাল বানিয়ে ফেলেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

বাড্ডা এলাকার বাসিন্দা খলিলুর রহমান বলেন, ‘গত ২৮ আগস্ট রাত ১১টা ২০-এর ট্রেনে বিমানবন্দর স্টেশন থেকে রাজশাহী যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। রাত ১০টার দিকে বাড্ডা থেকে বিমানবন্দর স্টেশনের উদ্দেশে রওনা হয়েছিলাম। কুড়িল ফ্লাইওভারে ওঠার রাস্তা থেকেই যানজট শুরু। রাত ১১টা পার হলে দেখি কেবল খিলক্ষেত বাসস্ট্যান্ড পার হয়েছি। সামনে প্রচন্ড যানজট। উপায় না পেয়ে বাস থেকে নেমে ট্রেন ধরার জন্য স্ত্রী ও মেয়েকে নিয়ে দৌড়াতে শুরু করি। ব্যাগ, বস্তা নিয়ে দৌড়াতে আমাদের তিনজনের প্রাণান্তকর অবস্থা। অবশেষে আমরা ট্রেন ধরতে পেরেছিলাম। অনেকেই ফ্লাইট ধরার জন্য গাড়ি থেকে নেমে বিমানবন্দরের উদ্দেশে দৌড়াচ্ছিলেন। মাঝরাতে এ রকম যানজট যাত্রীদের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।’

সর্বশেষ খবর