মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আলোর বাতিঘর অন্ধকারে

কাজী শাহেদ, রাজশাহী

আলোর বাতিঘর অন্ধকারে

শিক্ষানগরী রাজশাহীর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উন্নয়নে প্রকল্প আছে, বাস্তবায়ন নেই। দখল হয়ে যাচ্ছে জমি। পদের অর্ধেকই শূন্য। ফলে প্রয়োজনীয় সেবা দিতে পারছে না কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের অবহেলায় পিছিয়ে পড়ছে প্রতিষ্ঠানটি। ফলে আলোর বাতিঘর এখন অন্ধকারে। রাজশাহীতে প্রতিদিন হাজারো পাঠক ও শিক্ষার্থী পছন্দ ও প্রয়োজনীয় গ্রন্থ ও সাময়িকী অনুসন্ধান করেন। নগরীতে আরও কিছু লাইব্রেরি থাকলেও সেগুলো নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার হচ্ছে উন্মুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতি অনেকেরই আকর্ষণ আছে। কিন্তু সীমিত সুবিধার কারণে তা প্রয়োজন পূরণে যথেষ্ট নয়। রাজশাহীর লক্ষ্মীপুরের মেডিকেল কলেজ রোডে ৩ একর ৮০ শতক জমির ওপর স্থাপিত ১৬ হাজার ৭২০ বর্গফুটের একতলা লাইব্রেরি কমপ্লেক্সে আছে প্রায় ১ লাখ গ্রন্থ, সাময়িকী ও সংবাদপত্রের সমাহার, ১০০ বুকসেলফ, সাধারণ পাঠকক্ষ, শিশু-কিশোর পাঠকক্ষ। সাধারণ পাঠকক্ষ থেকে উচ্চতর পাঠের পাশাপাশি মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষার পাঠ নিতে পারেন এখানে। সংবাদপত্র, সাময়িকী ও রেফারেন্স গ্রন্থ থেকেও সহায়তা পান গবেষকরা। এসব ব্যবস্থা থাকলেও নানা সমস্যার কারণে পর্যাপ্ত সেবা পাওয়া থেকে বঞ্চিত শিক্ষা-সংশ্লিষ্টরা। অর্গানোগ্রাম অনুযায়ী লাইব্রেরিতে পদের সংখ্যা ২৮টি। কিন্তু পদ শূন্যই আছে ১৬টি। বর্তমানে একজন সহকারী পরিচালকের নেতৃত্বে ১২ জন কর্মী দিয়ে পুরো লাইব্রেরি চলছে। বিভিন্ন সময়ে মূল সড়কটি উঁচু হতে থাকলেও শুরুতে গ্রন্থাগার কমপ্লেক্সটি সে পরিকল্পনামাফিক নির্মাণ না করায় এখন অনেক নিচুতে পড়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই এর সামনে পানি জমে যায়। বৃষ্টি হলে ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। এতে পুরো দেয়াল ভিজে স্যাঁতসেঁতে হয়ে পড়ে।

গ্রন্থাগারের জন্য পরিকল্পনা আছে, নেই বাস্তবায়ন। পরিকল্পনায় আছে ৫০০ আসনের মিলনায়তন, ১৫০ আসনের সেমিনার কক্ষ ও ৩০ আসনের সভা কক্ষ নির্মাণ, সাধারণ পাঠকক্ষ ১৫০ আসনে উন্নীত করা, ১০০ আসনের বিজ্ঞান পাঠকক্ষ, ৫০ আসনের রেফারেন্স পাঠকক্ষ, নারী ও প্রতিবন্ধীদের জন্য ৫০ আসন করে আলাদা ব্যবস্থা, ২০ আসনের কম্পিউটার ল্যাব, ৫০ আসনের ক্যাফেটেরিয়া, ২০ থেকে ২৫ জন প্রশিক্ষণার্থীর ডরমেটরি স্থাপনসহ অনেক সুবিধা থাকার কথা। কিন্তু অর্থ বরাদ্দ না হওয়ায় এসব পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে না। রাজশাহী বিভাগীয় গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মাসুদ রানা জানান, সমস্যাগুলো সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর