মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

৫৭টি ওয়ার্ডে ডাম্পিং স্টেশন

পরিবেশ দূষণ রোধে প্রতিটি ওয়ার্ডে আধুনিক মানের মাধ্যমিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় সিটি করপোরেশন। এসব ডাম্পিং স্থাপনের ফলে আধুনিকতার ছোঁয়া লাগবে নগরজুড়ে

আফজাল, টঙ্গী

৫৭টি ওয়ার্ডে ডাম্পিং স্টেশন

সড়ক-মহাসড়কে ময়লা-আবর্জনার দুর্গন্ধ রোধে গাজীপুর সিটি করপোরেশন এলাকার ৫৭টি ওয়ার্ডে নির্মাণ হতে যাচ্ছে ময়লা ফেলার জন্য আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)। প্রতিটি ওয়ার্ডের পাঁচ কাঠা জায়গার ওপর নির্মিত হবে এসব স্টেশন। প্রতিটি ওয়ার্ডের নির্দিষ্ট স্থানে এসব ডাম্পিং স্টেশন নির্মাণের ফলে পাল্টে যাবে নগরের চিত্র। যেখানে-সেখানে থাকবে না ময়লা। রাস্তা দিয়ে হাঁটার সময় নাক চেপে ধরে রাখতে হবে না। তবে নগরবাসীকেও সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে দূষণমুক্ত থাকবে পরিবেশ, ফিরে আসবে স্বস্তি, কমে আসবে জনদুর্ভোগ। এমনটাই মনে করছেন পরিবেশবিদরা।

জানা গেছে, টঙ্গী, পূবাইল, গাজীপুর, কোনাবাড়িসহ আটটি জোনে প্রতিটি ওয়ার্ডের নির্দিষ্ট স্থানে এসব ডাম্পিং স্টেশন নির্মাণের ফলে পাল্টে যাবে নগরের পরিচ্ছন্নতার চিত্র। বর্তমানে কোনো ওয়ার্ডের বাসাবাড়ির ময়লা ফেলার জন্য নেই ডাম্পিং স্টেশন। যে কারণে যেখানে-সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করছে। তাই পরিবেশ দূষণ রোধে প্রতিটি ওয়ার্ডে আধুনিক মানের মাধ্যমিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় সিটি করপোরেশন। এসব ডাম্পিং স্থাপনের ফলে আধুনিকতার ছোঁয়া লাগবে নগরজুড়ে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। সড়ক-মহাসড়ক ও শাখা সড়কগুলো এখন ময়লার ভাগাড়। মানুষকে হাঁটতে গিয়ে নাক চেপে হাঁটতে হচ্ছে। দূষিত হচ্ছে পরিবেশ। বর্তমান মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ যে উদ্যোগ নিয়েছেন, তা অবশ্যই ভালো। প্রতিটি ওয়ার্ডে ডাম্পিং স্টেশন নির্মাণ হলে ময়লার দুর্ভোগ থেকে রেহাই পাবে সাধারণ মানুষ। মানুষ সিটি করপোরেশনের সুফল ভোগ করবে।

এ ব্যাপারে গাজীপুর সিটির মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেন, পরিকল্পিত নগর গড়া এবং স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে নগরবাসীর সেবা প্রদানে নির্মিত হচ্ছে আধুনিক মানের সেকেন্ডারি ডাম্পিং স্টেশন। ওয়ার্ডে ময়লা ফেলার জন্য কোনো জায়গা নেই। যে কারণে সড়ক কিংবা মহাসড়কে ময়লা ফেলছে মানুষ। তাই মানুষের এই দুর্ভোগ রোধে প্রতিটি ওয়ার্ডে ৫ কাঠা জায়গা নিয়ে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুর সিটির প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আগামী দিনে মাস্টারপ্ল্যানের মাধ্যমে নগরবাসীকে সেবা দেওয়া হবে।

সর্বশেষ খবর