ত্বকের ধরন ও সমস্যা যা-ই হোক, বয়স যতই হোক, রূপ রুটিনে এদের ব্যবহারও অনেক। তাই জেনে রাখা ভালো- কোন ত্বকে কেমন ধরনের প্রসাধনী বেশি কার্যকর।
♦ মাইল্ড জেল বেসড ক্লিনজার সব বয়সে, সব ধরনের ত্বকের জন্য বেশ কার্যকরী।
♦ নিম, গোলাপজল বা অ্যালোভেরাযুক্ত টোনার হলে ভালো। তবে তৈলাক্ত ত্বকে অ্যাস্ট্রিনজেন্টও ব্যবহার করতে পারেন।
♦ অবশ্যই মাইল্ড স্ক্রাব, যার বিডস গোলাকার এবং মসৃণ। খুঁজতে অসুবিধা হলে কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করুন।
♦ এখন বেশির ভাগ সানস্ক্রিনেই ময়েশ্চারাইজার দেওয়া থাকে। তাই যে কোনো একটায় ইনভেস্ট করতে চাইলে অবশ্যই সানস্ক্রিন কিনুন। জেল বেসড এবং এসপিএফ অন্তত ৩৫ হতে হবে।
♦ রাতের রূপচর্চায় একটা নারিশিং ময়েশ্চারাইজার অবশ্যই রাখুন।
♦ আন্ডারআই সংক্রান্ত সমস্যা না থাকলেও ব্যবহার করুন আই ক্রিম।
♦ ত্বকে নির্জীবতা বা পিগমেন্টেশনের মতো বিশেষ সমস্যা থাকলে, সেরাম আবশ্যক।