স্পাইডারম্যান তুমুল জনপ্রিয় একটি কাল্পনিক কমিক চরিত্র। স্ট্যান লি ও কার্টুনিস্ট স্টিভ ডিটকোর অমর সৃষ্টি স্পাইডারম্যান। একজন টিনএজার হিসেবে আঙ্কেল বেন ও আন্টি মে'র ঘরে বেড়ে উঠেছে স্পাইডারম্যান চরিত্রটি। মুখোশধারী দস্যুদের সঙ্গে সংগ্রামে গিগিরই স্পাইডারম্যানের স্রষ্টারা তাকে অতিমানবীয় ক্ষমতাবান হিসেবে দেখানো শুরু করেন। ষাট দশকের যে সময়ে স্পাইডারম্যান প্রকাশিত হয় তখন কমিক বইগুলোতে টিনএজারদের দেখানো হতো প্রধান সুপার হিরোর পার্শ্ব চরিত্র হিসেবে। স্পাইডারম্যানের পিটার পার্কার এ গণ্ডি থেকে বেরিয়ে এসে নতুন ধারা চালু করেন। স্পাইডারম্যান হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও সফল সুপার হিরোর একটি। মারভেল কমিকসের ফ্ল্যাগশিপ চরিত্র এবং কোম্পানির মাস্কট হিসেবে তাকে বিভিন্ন মাধ্যমে হাজির করা হয়েছে; যেমন, এনিমেটেড বা মোশন টিভি সিরিয়াল, সংবাদপত্র এবং একটি জনপ্রিয় মুভি সিরিজ যার প্রথম তিন পর্বে অভিনয় করেছেন অভিনেতা টবি ম্যাগুয়েরে। ১৯৬২ সালে ফ্যান্টাস্টিক ফোরের সাফল্যের পর মারভেল কমিকসের সম্পাদক ও প্রধান লেখক স্ট্যান লি নতুন একটি চরিত্রের সন্ধান করতে থাকেন। টিনএজারদের কাছে কমিক বইয়ের ব্যাপক জনপ্রিয়তা তাকে একটি টিনএজ চরিত্র সৃষ্টিতে উদ্বুদ্ধ করে।
এমেইজিং ফ্যান্টাসিতে প্রকাশিত হওয়ার পর থেকে স্পাইডারম্যান মারভেল কমিকসের বেস্ট সেলিং কমিকস হিসেবে চলতে থাকে। স্পাইডারম্যান মুভিতে যেমন খ্যাতি পেয়েছে, তেমনই খ্যাতি পেয়েছে কমিকস সিরিজগুলোতে। এই খ্যাতির পেছনে আছে তার ভেতরে অতিমানবীয় ক্ষমতা। খারাপের সঙ্গে ভালোর দ্বন্দ্ব্ব থেকেই বের হয়ে আসে ভালোর বিজয়। স্পাইডারম্যান যুবক বয়সীদের কাছে প্রবল খ্যাতি না পেলেও মুভি হিসেবে সামনে আসার পর তা বিশ্বজুড়েই আলোচিত হতে থাকে। কমিকস চরিত্র যে বাস্তবেও থাকতে পারে সেটা প্রমাণ করতে অনেকেই চেষ্টা করেছে খালি হাতে দালান বেয়ে চড়তে। অদ্ভুত ক্ষমতা যে শুধু কমিকস চরিত্রেই থাকতে পারে সেটা যেন ভুলতেই বসেছে সাধারণ দর্শকরা। কমিকস চরিত্র নিয়ে এত মাতামাতি সত্যিই অবাক করে দেওয়ার মতো। তাই তো এর জনপ্রিয়তা দিনে দিনে বেগবান হচ্ছে।