ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নে জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরণের নাম ঘোষণা হলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়েছেন। এ আসনে চূড়ান্ত মনোনয়নের চিঠি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। এ নিয়ে ইকবাল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হলেও হিরণ-পক্ষে চরম হতাশা নেমে এসেছে। ফলে ক্ষোভ-হতাশায় দলীয় নেতা-কর্মীদের বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। দলের তৃণমূল বলছে, হিরণের পাওয়া মনোনয়ন কেড়ে নিয়ে প্রার্থী বদলের এমন সিদ্ধান্ত ভোটযুদ্ধের আগেই ধানের শীষ অনেকটা নুয়ে গেছে। কারণ নবম সংসদ নির্বাচনেও ইঞ্জিনিয়ার ইকবাল ধানের শীষ নিয়ে ভরাডুবি খেয়েছেন। উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল্লাহ বলেন, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে যিনি দল থেকে বরখাস্ত হয়েছিলেন তিনিই এখন বিএনপি প্রার্থী। বিশেষ চাপে এই মনোনয়ন পরিবর্তন। আমরা হতাশ। উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির বলেন, উপজেলা নির্বাচনে যার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ, তার হাতেই এখন ধানের শীষ। দলীয় সূত্র জানায়, গত ৭ ডিসেম্বর বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অসনটিতে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে আহম্মেদ তায়েবুর রহমান হিরণের নাম ঘোষণা করেন। কিন্তু রাত ১১টায় দলটির শীর্ষ পর্যায় থেকে এ আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত আসে এবং পরদিন শনিবার দুপুরে এ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন চূড়ান্ত মনোনয়নের চিঠি হাতে পান। চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর প্রার্থী বদলের এমন ঘটনায় ক্ষোভ-হতাশায় বিভক্ত হয়ে পড়েছেন দলীয় নেতা-কর্মীরা।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
শেষ মুহূর্তে বিভক্ত বিএনপি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর