‘সোনালি প্রজন্ম’ অটুট রাখতে ঊরুর চোটে শঙ্কায় থাকা রোমেলু লুকাকুকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করলেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্তিনেজ।
এখনও ফিট নন লুকাকু। তবে মার্তিনেজের আশা, ২৯ বছর বয়সী ফরোয়ার্ড প্রথম ম্যাচের আগে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠবেন। এনিয়ে তৃতীয়বার বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন ইন্টার মিলান ফরোয়ার্ড।
ইডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনা, থিবো কোর্তোয়া, অ্যাক্সেল উইটসেল, ইয়ানিক কারাসকো ও টবি অ্যাল্ডারওয়েইরেল্ডের মতো অভিজ্ঞদের নিয়ে প্রথম শিরোপার মিশনে নামছে বেলজিয়ানরা।
বেলজিয়াম বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: থিবো কোর্তোয়া, সিমন মিগনোলেট, কোয়েন ক্যাস্টিলস।
ডিফেন্ডার: টবি অ্যাল্ডারওয়েইরেল্ড, জ্যান ভারটনঘেন, লিয়েন্ডার ডেনডোনকার, ওট ফায়েস, আর্থার থিয়াটে, জেনো ডেবাস্ট।
মিডফিল্ডার: থমাস মুনিয়ের, টিমোথি কাস্টাগনে, ইয়ানিক কারাসকো, থোরগান হ্যাজার্ড, অ্যাক্সেল উইটসেল, ইউরি টিয়েলেম্যান্স, আমাদু ওনানা, হ্যান্স ভ্যানাকেন, কেভিন ডি ব্রুইনা।
ফরোয়ার্ড: রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড, মিচি বাতশুয়েই, চার্লস ডি কেটেলায়ের, জেরেমি ডোকু, ড্রিয়েস মের্টেন্স, লুইস ওপেনডা, লিয়ান্দ্রো ট্রসার্ড।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ