চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেহেদী হাসান (১৭) নামের এক রিকশাচালক। তিনি স্থানীয় মোহাম্মদ বেলালের সন্তান। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ৩ নং ওয়ার্ডের মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই ভিকটিমকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম