মানিকগঞ্জের যমুনাবাদ-বাস্তা এলাকায় খালে ২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি চালুর আগেই ত্রুটি দেখা দিয়েছে। দেবে গেছে এক পাশ। এই সেতু দিয়ে যানবাহন চললে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সেতুটি ভেঙে নতুনভাবে তৈরি করা উচিত বলে জানান তারা। স্থানীয় জাহাঙ্গীর আলম জানান, সেতুর পাইলিংয়ের সময় সমস্যা দেখা দেয়। তখন ঠিকাদারের লোকজনকে বলা হয়েছিল-তারা শোনেনি। ঢালাই শেষে দেখা যায়, সেতু নিচের দিকে বাঁকা হয়ে গেছে। তাছাড়া নিচু হওয়ায় নিচ দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারবে না। শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন মানিক বলেন, সেতুটি চালু হলে দুই উপজেলায় চলাচল অনেক সহজ হতো। এলাকাটি কৃষিনির্ভর, সেতুটি হলে কৃষকরা পণ্যের সঠিক মূল্য পাবেন। দেবে যাওয়া সেতু দেখলে খুব কষ্ট লাগে। সেতুটি সঠিকভাবে নির্মাণ না হলে মানুষের কষ্ট থেকে যাবে। মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম বলেন, সেতুর কাজের অসঙ্গতি আমাদের নজরে এসেছে। দেবে যাওয়া সেতুটি অপসারণ অথবা অন্য কোনোভাবে ঝুঁকিমুক্ত করে চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।