কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউ পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও ব্যবসায়ীদের ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ তথ্য জানায় জেলা আম ব্যবসায়ী সংগঠন। জেলা থেকে আম পাঠাতে না পারা, পচে নষ্ট হওয়া ও কম দামে বিক্রির কারণে এ ক্ষতি। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে দেশজুড়ে কারফিউ জারির কারণে ১০ দিন দেশের বাজারে আম পাঠাতে পারেনি চাঁপাইনবাবগঞ্জের চাষি ও ব্যবসায়ীরা। জেলার বাইরের পাইকাররা আসতে না পারা, অনলাইনে অর্ডার বন্ধ থাকায় আম বেচাকেনা কমেছে। বাগানে আম পেকে নষ্ট হচ্ছে। ক্ষতি এড়াতে চাষিরা গাছ থেকে আম পাড়লেও স্থানীয় বাজারে বিক্রি করতে হচ্ছে কম দামে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার জানান, এখনো গাছে ৪০ শতাংশ আম রয়ে গেছে। আন্দোলন ও কাউফিউর কারণে বিপুল পরিমাণ আম নিয়ে বিপাকে রয়েছেন চাষি ও ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আমের দাম আবার বাড়ছে। চাষি ও ব্যবসায়ীরা ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন।