সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওয়ামারায় শ্বশুরবাড়িতে তুহিন রানা (১৮) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ,
শ্বশুরবাড়ির লোকজন হত্যার পর তাকে ঝুলিয়ে রেখেছিল। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামারা গ্রামে গোলাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল পুলিশ লাশ উদ্ধার করে। তুহিন রানা একই উপজেলার গজারিয়া গ্রামের ছামিদুল ইসলামের ছেলে। তিনি বলেন, তার ছেলেকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে। উপপরিদর্শক ইয়ামিন সরকার জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।