২৬ দিন বন্ধ থাকার পর রাজবাড়ী থেকে মেইল ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল সকাল ৬টায় দিকে ট্রেনগুলো রাজবাড়ী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। কোটা সংস্কার আন্দোলনের সময় নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে রাজবাড়ী থেকে সব রুটে মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলপথ মন্ত্রণালয়। জানা গেছে, রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে সকাল ৬টায় ভাঙ্গাগামী ‘রাজবাড়ী এক্সপ্রেস’ এবং সোয়া ৬টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দঘাটগামী শাটল ট্রেন চলাচল শুরু। পরবর্তীতে এ ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে পোহাদহের উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নকশিকাঁথা কমিউটার’ ট্রেনটি সকাল সাড়ে ৭টায় রাজবাড়ী থেকে ছেড়ে যায়। লাইন সমস্যার কারণে ঢাকায় না গিয়ে ভাঙ্গা পর্যন্ত চলাচল শুরু হয়েছে। তবে প্রতিটি ট্রেনেই যাত্রী সংখ্যা তুলনামূলক কম।
রাজবাড়ী রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার আবদুর রহমান চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৬ দিন পর সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ট্রেনে যাত্রী স্বাভাবিক সময়ের চেয়ে কম। দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল থেকে চালু হয়েছে লোকাল ট্রেন। এতে সরগরম হয়ে উঠেছে স্টেশন। কম সময়ে ও সাশ্রয়ী ভাড়ায় গন্তব্য যেতে পেরে খুশি যাত্রীরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল থেকে চালু হয়েছে লোকাল ট্রেন। এতে সরগরম হয়ে উঠেছে স্টেশন। কম সময়ে ও সাশ্রয়ী ভাড়ায় গন্তব্য যেতে পেরে খুশি যাত্রীরা।
কুমিল্লা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, যাত্রীরা টিকিট কাটছেন। ফেরিওয়ালারা ব্যস্ত পণ্য বিক্রি করতে। প্ল্যাটফরমে অনেকে বসে আছেন। অপেক্ষা করছেন কখন ট্রেন আসবে। কয়েকজন ভিক্ষুক জটলা পাকিয়ে বসে আছেন। এরই মধ্যে দুপুরে হুইসেল বাজিয়ে প্ল্যাটফরমে ঢুকে কর্ণফুলী কমিউটার ট্রেন। ব্যবসায়ী আবুল কালাম জানান, সড়ক পথে কুমিল্লা থেকে আখাউড়া যেতে তার খরচ হতো অন্তত ১৫০ টাকা। সময়ও বেশি লাগত। আজ ২০ টাকা দিয়ে টিকিট কেটেছেন। সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন জানান, মঙ্গলবার দুটি লোকাল ট্রেন যাতায়াত করেছে। ঢাকা অভিমুখে কর্ণফুলী কমিউটার ট্রেনটি ১২টা ৫২ মিনিটে কুমিল্লা স্টেশন ছেড়ে যায়। বিকাল ৩টায় চট্টগ্রাম অভিমুখে ছেড়ে যায় আরেকটি কর্ণফুলী লোকাল ট্রেন।