দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ যশোরের শার্শা উপজেলার সাতমাইল পশুহাট বন্ধ হয়ে গেছে। যে কারণে বিপাকে পড়েছেন গরুর খামারি ও ব্যবসায়ীরা। সরকার হারাতে বসেছে কোটি কোটি টাকার রাজস্ব। ৫ আগস্ট উপজেলা প্রশাসন হাটটি বন্ধ করে দেয়। বুধবার বন্ধ হাটটি দখলে নিতে বাগআঁচড়া এলাকার প্রভাবশালী একটি চক্র সাতমাইল পশুহাটে জড়ো হয়ে দখল নেওয়ার চেষ্টা করে। জানা গেছে, দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ সাতমাইল পশুহাট। সপ্তাহের শনি ও মঙ্গলবার এখানে হাট বসে। প্রতি হাটে বেচাকেনা হয় প্রায় ৫ হাজারেরও বেশি পশু। হাটটি বন্ধ থাকার কারণে হতাশায় পড়েছে গরু খামারি ও ব্যবসায়ীরা। প্রতি বছর প্রায় ১০ কোটি টাকা এ হাটের ডাক হয়। রাজনৈতিক কারণে গত অর্থবছরে হাটটির ডাক হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাটের খাজনা আদায় করা হতো। সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় হাটটি উপজেলা প্রশাসন বন্ধ করে দেয়। এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় ও হাটের পরিবেশ স্বাভাবিক না হওয়ায় গরু হাটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। খুব তাড়াতাড়ি গরুহাট খুলে দেওয়া হবে।